গুগলের নতুন ফোন, ট্যাব ও পিক্সেল ওয়াচ উন্মোচন
- প্রযুক্তি দিগন্ত ডেস্ক
- ১৪ মে ২০২২, ০০:০০
নিজেদের প্রথম স্মার্টওয়াচের ঘোষণা দিয়েছে গুগল। কেবল অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথেই ব্যবহার করা যাবে গুগলের স্মার্টওয়াচ। ফোর-জি সংযোগ সুবিধা আছে ডিভাইসগুলোতে, অর্থাৎ ফোন হাতের কাছে না থাকলেও স্বাধীনভাবে কাজ করতে পারবে ডিভাইটি। তবে, একই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে হবে স্মার্টওয়াচ এবং অ্যান্ড্রয়েড ফোনটির।
ডেভেলপারদের জন্য আয়োজিত বার্ষিক সম্মেলনে নতুন ডিভাইসটি দেখিয়েছে গুগল। এখনো দাম না জানালেও ডিভাইসটি প্রিমিয়াম পণ্য হবে বলে ধারণা করা হচ্ছে।
গুগলের নিজস্ব ‘ওয়্যার’ অপারেটিং সিস্টেমে চলবে ‘গুগল পিক্সেল ওয়াচ’, এ ছাড়াও ফিটবিটের স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। পিক্সেল ওয়াচ দিয়ে সরাসরি অ্যাপল ও স্যামসাংয়ের বিপরীতে অবস্থান নিচ্ছে গুগল।
পিক্সেল ওয়াচ ছাড়াও নতুন দু’টি পিক্সেল ফোনের ঘোষণা দিয়েছে গুগল। এর মধ্যে ‘পিক্সেল ৬এ’-কে উপস্থাপন করা হয়েছে বাজেটবান্ধব ডিভাইস হিসেবে। আর ‘পিক্সেল ৭’-কে বলা হচ্ছে প্রিমিয়াম পণ্য। জুলাই মাসে বিক্রি শুরু হবে ডিভাইসগুলোর। এ ছাড়াও নতুন পিক্সের ট্যাবলেটের ঘোষণা দিয়েছে গুগল, ২০২৩ সালে বাজারে আসবে ডিভাইসটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা